বেঙ্গল ওয়াচ ডেস্ক ::’পাঠান’ সিনেমা বলে কথা! তারমধ্যে শাহরুখ ফিরে আসছে।

 

 

প্রথম থেকেই ‘পাঠান’ বিতর্কের কেন্দ্রে। আজ ‘পাঠান’ রিলিজ হতে চলেছে। দীর্ঘ কয়েক বছর ধরে শুটিং চলার পর অবশেষে শাহরুখ অনুগামীরা ফের বড় পর্দায় দেখতে পাবেন কিং খানকে। ছবির ট্রেলের এবং গান রিলিজের পর থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বিশেষ করে ছবিতে একটি গানে দিপীকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে শোরগোল শুরু করেছেন বিজেপি নেতারা। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই নিয়ে শাহরুখের ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেও ২৫ জানুয়ারি অবশেষে সিনেমাহলে মুক্তি পাচ্ছে পাঠান। আসল কথা তৃণমূল কেমন ‘প্রজাপতি’ সিনেমাকে সামনে নিয়ে এসেছে ঠিক সেভাবেই বিজেপি ‘পাঠানকে’ সামনে নিয়ে আসল।

শিল্প নিয়ে নানা বিধিনিষেধ তৈরি হয় মাঝেমাঝেই। সেন্সর বোর্ড অবশেষে পাঠান প্রকাশের অনুমতি দেয়। সেই বিতর্কিত ‘পাঠান’ মুক্তির আগেই রেকর্ড গড়লো। কয়েকশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে হল বুকিংয়ে। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড গড়েছে পাঠান। ৫ লক্ষ টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছে। বলিউডের তারকারাও এই নিয়ে শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। একাধিক জায়গায় হল ভাঙচুরের ঘটনা ঘটলেও দর্শক মহলে কিন্তু পাঠান দেখার কৌতুহল রয়েছে চূড়ান্ত। শেষ পর্যন্ত ‘পাঠান’ কতটা ভালো ছবি আর কতটা খারাপ ছবি তা নিয়ে বিতর্ক চলুক। বিনোদন মূলক সিনেমার আসল কথা বক্স অফিসের ব্যবসা।

‘পাঠান’ সিনেমা নিয়ে যতই বিতর্ক থাকুক,আসলে বাণিজ্য করবে কিং খান। সঙ্গে দীপিকার স্বল্প পোশাক বেশ ক্রেজ তৈরি করেছে। পাঠান নিয়ে বিতর্ক হলেও শাহরুখকে দেখার আগ্রহ দমিয়ে রাখতে পারছেন না দর্শকরা। অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে পাঠান। ৫ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে এরই মধ্যে। দর্শকদের চাহিদা দেখে সকাল ৬টা থেকে শো শুরু হয়েছে একাধিক মেট্রো শহরে। ইতিমধ্যেই একাধিক হলের ৮০ শতাংশ আসন ভরে গিয়েছে। অর্থাৎ মুক্তির আগেই হাউস ফুল পাঠান। গোটা দেশে ৫০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে পাঠান। সকাল থেকেই দর্শকদের উৎসাহের সীমা নেই। আগামীকাল ২৬ জানুয়ারি আরও হাউস ফুল থাকবে সিনেমা হল গুলি। কারণ আগামী কালের অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
এদিকে অনেক জায়গাতেই সিনেমা হল ভাঙচুরের খবর আসছে। পাঠান ছবি নিয়ে অসমে সিনেমা হল ভাঙচুর করেছিলেন বজরং দলের সমর্থকরা। গুয়াহাটিতে ঘটেছিল সেই ঘটনা। তারপরে শাহরুখ নিজে ফোন করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেন। আশাকরা যায় অসমের সমস্যা অচিরেই মিটে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here