বেঙ্গল ওয়াচ ডেস্ক ::লোকেশ রাহুল ও আথিয়া শেট্টি আজ খাণ্ডালায় বিকেল চারটেয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পূর্ণতা পেল তাঁদের বছর চারেকের সম্পর্ক।

 

 

রাতের দিকে দুজনেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেও হাজির হন। সাংবাদিকদের পাশাপাশি বহু সেলেব শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

ভারতীয় দলের সঙ্গে ইন্দোরে থাকায় বিরাট কোহলি এদিন বিয়ের অনুষ্ঠানে আসতে পারেননি। ভারতীয় দলের সতীর্থদের অনেকেই রাহুলের বিয়ের অনুষ্ঠান মিস করলেন। একদিকে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ, অন্যদিকে কাল থেকে রঞ্জি ট্রফির ম্য়াচ রয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় রাহুল ও আথিয়ার পোস্টে কমেন্ট বক্স উপচে পড়ছে ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছাবার্তায়।

তোমার আলোকে আমি ভালোবাসতে শিখেছি। রাহুল ও আথিয়ার বিয়ের ছবির পোস্টে ক্যাপশনের শুরুতেই রয়েছে এই কথাটি। দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। সকলের কাছে আশীর্বাদ ও শুভেচ্ছা প্রার্থনাও করেছেন রাহুল-আথিয়া। বিরাট কোহলি তাঁদের অভিনন্দন জানিয়ে তিনটি ভালোবাসা-সূচক ইমোজি পাঠিয়েছেন।

বিশ্বর ১ নম্বর টি ২০ ব্যাটার সূর্যকুমার যাদব নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপের সূচনা করার জন্য নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। যুবরাজ সিংও রাহুল-আথিয়াকে জীবনের নতুন অধ্যায়ের সূচনালগ্নে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সুরেশ রায়নাও। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল, আইপিএলের ফ্র্যাঞ্চাইজির তরফেও এসেছে শুভেচ্ছাবার্তা। তাঁদের পার্টনারশিপ আজীবন অটুট থাকার প্রার্থনা করা হয়েছে। যুজবেন্দ্র চাহাল-সহ ভারতীয় দলের ক্রিকেটাররা পোস্ট লাইক করেছেন, কমেন্ট বক্সে গিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পিছিয়ে নেই বলিউড। কার্তিক আরিয়ান, বাণী কাপুর, রিয়া কাপুর নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিয়েছেন। আলিয়া ভাট থেকে করণ জোহরের শুভেচ্ছাবার্তাও এসেছে। বিয়ের অনুষ্ঠান শুরুর আগেই টুইটারে শুভেচ্ছা জানান অজয় দেবগণ। ভিকি কৌশল, কাজল, কৃতী শ্যানন, ইলিয়ানা, ধনশ্রী চাহাল, অনন্যা পাণ্ডে, অহন শেট্টি শুভেচ্ছা জানিয়েছেন। অহন দিদির বিয়ের পর বাবা সুনীল শেট্টির সঙ্গে সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। বিয়েতে অনামিকা খান্নার ডিজাইন করা চিকনকারি লেহেঙ্গা পরেছিলেন আথিয়া। অফ-হোয়াইট শেরওয়ানি পরেছিলেন লোকেশ রাহুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here