বেঙ্গল ওয়াচ ডেস্ক ::’ব্যাসন’ বহুকাল ধরেই স্কিনের যত্ন নিয়ে আসছে।

 

 

সেই মা,ঠাকুমার যুগ থেকেই প্রসাধনের অন্যতম উপাদান ছিল ব্যাসন,হলুদ,চন্দন।সেই ব্যাসনের মাধ্যমে রূপ চর্চার নতুন খবর।ব্যাসন ব্যবহারের পাঁচটা টিপস।

১) ২ চামচ ব্যাসনের সঙ্গে অল্প হলুদ ও গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন।সমস্ত মুখে ওই পেস্ট লাগিয়ে ১৫/১৬ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।পরপর ৩ দিন লাগলে ত্বকের ব্রণ দূর হবে।আযুরবেদ আচার্য শিবকালী ভট্টাচার্য্য মনে করেন এটা মুখের ব্রণ দূর করার অন্যতম উপায়।

২) অনেকেই তৈলাক্ত ত্বকের জন্য বিরক্ত।তাদের অন্যতম ফেসপ্যাক হলো ২ চামচ মুলতানি মাটি,১ চামচ ব্যাসন গোলাপ জলে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ১০/১২ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।মুলতানি মাটি মুখের ময়লা দূর করে ও তৈলাক্ত ভাব দূর করে।এ ক্ষেত্রেও পর পর ৩ দিন ব্যবহার করুন।১৫ দিন পর পর করে যাবেন।

৩) অনেকের মুখেই হালকা দাগ থাকে।সেই দাগ নিয়ে অস্বস্তি বোধ করেন।সে ক্ষেত্রে ২ চামচ ব্যাসন,অর্ধেক পাতি লেবুর রস,২ চামচ টক দই দিয়ে পেস্ট তৈরি করে ১০/১২ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন।৩/৪ দিন পর পর কয়েকবার লাগালেই উপকার বুঝতে পারবেন।

৪) সারাদিন যারা বাইরে কাজ করে তাদের নাকে থুতনি ও গালে ব্ল্যাকহেড দেখা যায়।সাধারণ সাবানে ওঠে না।তারা ২ চামচ ব্যাসন,৪/৫ চামচ পাকা পেঁপের পেস্ট ও অল্প গোলাপ জল মিশিয়ে সমস্ত মুখে মেখে মিনিট ১৫ পরে ধুয়ে ফেলুন।ব্ল্যাকহেড চলে যাবে।

৫) যাদের শুষ্ক ত্বক তাদের জন্য পরামর্শ হলো ২ চামচ ব্যাস,অল্প পাকা কলা দুধের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ১০/১২ মিনিট পরে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।তবে মাসে ২/৩ বার করে যেতে হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here