গৌরনাথ চক্রবর্ত্তী,৩১ জানুয়ারী: চতুর্থ একদিনের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ফলে সিরিজের ফলাফল দাঁড়াল ৩-১।জয়ের জন্য প্রয়োজনীয় রান নিউজিল্যান্ড ১৪.৪ ওভারে ২ উইকেটে হারিয়ে ৯৩ রান তুলে নেয়।রস টেলর ৩৭ রানে অপরাজিত থাকেন। হেনরি ৩০ রানে অপরাজিত থাকেন। ভারতের ভুবনেশ্বর ২টি উইকেট নেন।এর আগে সকালে ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
।ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারত একের পর এক উইকেট হারাতে থাকে।৩০.৫ ওভারে ভারত ৯২ রানে অল আউট হয়ে যায়।রোহিত শর্মা করেন ৭ রান।শিখর ধাওয়ান ২৩ রান করে আউট হন।শুভমন গিল ৯ রান করেন। অম্বাতি রায়ড়ু ও দিনেশ কার্তিক শূন্য রানে আউট হন।হার্দিক পাণ্ডে ১৬ রানে আউট হন।ভুবনেশ্বর ১ রান করেন।কুলদীপ যাদব ১৫ রান করেন।চাহাল ১৮ রানে অপরাজিত থাকেন।
খলিল আহমেদ ৫ রানে আউট হন।নিউজিল্যান্ডের বোল্ট ১০ ওভারে ২১ রান দিযে ৫ উইকেট নেন।
বিরাট কোহলীকে দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।আজকের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ।বিরাটে জায়গায় আজ খেলছে শুভমন গিল।ধোনীর জায়গায় দিনেশ কার্তিক খেলছে।মহম্মদ সামির জায়গায় সুযোগ পেয়েছেন খলিল আহমেদ।সিরিজ ভারত জিতে গিয়েছে।চতুর্থ ম্যাচে একতরফা ভাবে নিউজিল্যান্ড ভাল খেলে জেতে এবং সিরিজের ব্যবধান ক