বর্তমানে বিশ্বে আইটি টেকনোলজির কতটা উন্নতি ঘটিয়েছে সে বিষয়কে কেন্দ্র করে,পশ্চিমবঙ্গ
নিজস্ব প্রতিনিধি : সরকারের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে গ্লোবাল ব্লকচাইন কংগ্রেস কনসেনসান 2018 নামক একটি কনফারেন্স সেমিনারের আয়োজন করা হয়,19 ডিসেম্বর নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।
যেখানে গোটা বিশ্বের বিভিন্ন ইনভেনশন ও টেকনোলজির বিষয় নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র,হিটকো চেয়ার ম্যান দেবাশিস সেন সহ বিদেশের ন জন টেকনলজী বিশেষজ্ঞ এবং ভারতবর্ষের বিভিন্ন অর্গানাইজেশনে 10 জন এন্ডট্রুপ্রিনিয়াররা।
এই সেমিনারে 10 টি প্রজেক্ট জমা হয়।যেখান থেকে বিভিন্ন ইনস্টিটিউট অর্গানিজেশন সহ তিন জনকে পুরস্কৃত করা হয়। বিশ্বের বিভিন্ন আবিষ্কারের কথা উঠে আসে এই সেমিনারের মাধ্যমে,যেমন গ্লোবাল ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে একজন মানুষের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে।
সেখান থেকে সেই ব্যক্তি বাছাই করতে পারবে সে তার তথ্য কাদেরকে জানাবে।এই আবিষ্কারের মাধ্যমে বহু ক্ষেত্রে সমস্যার সমাধান হবে বলে এমনটাই জানান চিটকোড চেয়ারম্যান দেবাশিস সেন।