নিজস্ব প্রতিনিধি: কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অনুজ শর্মা। আজ মঙ্গলবার এই মর্মে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে আজই কার্যভার গ্রহণ করছেন তিনি।
১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার অনুজ। আগে এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন তিনি।
নতুন নগরপাল অনুজ শর্মা এর আগে ডিসি ইএসডি, ডিসি সাউথ-সহ কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
তাঁর জায়গায় নতুন এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তা। তিনি এতদিন এডিজি (আইবি) পদে ছিলেন।
একইসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নিচ্ছেন বিশাল গর্গ। এতদিন এই পদে ছিলেন তন্ময় রায়চৌধুরি। পাশাপাশি বারুইপুর পুলিস জেলার দায়িত্ব দেওয়া হল রশিদ মুনির খানকে।
লক্ষৌ-এর লা মার্টিনিয়ার ফর বয়েজ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ শেষ করে ১৯৮৫ সালে লখনৌ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অনুজ শর্মা। এই বিশ্ববিদ্যালয় থেকেই ১৯৯০ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপরই সিভিল সার্ভিস পরীক্ষায় অবতীর্ণ হওয়া এবং সাফল্য। অতীতে পশ্চিমবঙ্গের উপকূল নিরাপত্তার দায়িত্বও সামলেছেন এই আইপিএস অফিসার।
সোমবার বিকেলে নবান্ন থেকে বেরিয়ে নিউটাউনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফিরে যান নবান্নে। শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাত পৌনে নটা পর্যন্ত বৈঠক করেন মমতা।