নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আজ আধুনিক প্রযুক্তিতে তৈরি পাকা রাস্তার উদ্বোধন করলেন।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অন্তগত কাঁচাকলির বাজার থেকে কংগ্রেস কলোনি হয়ে নয়াবাড়ি পর্যন্ত পিচের রাস্তা এবং পেভার ব্লকের রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কানাইলাল আগরওয়াল ও প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায় ।