যানজট এড়াতে আলিপুরদুয়ারে কালজানি নদীবাঁধের উপর দিয়ে নতুন রাস্তা হচ্ছে
নিজস্ব প্রতিনিধি : আলিপুরদুয়ারের ক্রমবর্ধমান যানজট থেকে রেহাই পেতে শহরের লাগোয়া কালজানি নদী বাঁধের উপর দিয়ে বিকল্প রাস্তা তৈরীর উদ্যেগ নিল রাজ্য সরকার।
আজ কালজানি নদীবাঁধের উপর দিয়ে চার কিমি রাস্তার কাজের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। উপস্থিত ছিলেন সাংসদ দশরথ তির্কি, বিধায়ক,এস জে ডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তি সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
বিধায়ক তথা এস জে ডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তি বলেন আজ আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু হল। আগামী দু’মাসের মধ্যে কাজ শেষ হবে।
ছোট যানবাহনের জন্য এই বিকল্প রাস্তা চালু হলে শহরের প্রধান রাস্তায় যানজট অনেক কমে যাবে।এই বিকল্প রাস্তা দিয়ে মূলতঃ টোটো, রিক্সা, ছোট গাড়ি চলাচল করবে।
জানা যায় ২০১৭ সালে আলিপুরদুয়ার শহর লাগোয়া কালজানি বাঁধের উপর দিয়ে বিকল্প রাস্তা তৈরীর জন্য সেচ দফতরে প্রস্তাব পাঠানো হয়। গত বছর রাজ্য সেচ দফতর এই প্রস্তাব অনুমোদন করে। আলিপুরদুয়ারের কালজানি সেতু থেকে ঘাগড়া ডিমা নদীর বাঁধ পর্যন্ত চার কিমি রাস্তার জন্য ১৬ কোটি টাকা বরাদ্ধ হয়েছে।