নিজস্ব প্রতিনিধি, ইটাহার : সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ৫২ লক্ষ টাকা ব্যায়ে উচ্চ বিদ্যালয়ের ৫টি শ্রেনীকক্ষের কাজের সূচনা করলেন জেলা পরিষদের কৃষি সমবায় আধিকারিক মোশারফ হোসেন।
এদিন ইটাহার থানার জয়হাট অঞ্চলের বৈদরা জনকল্যাণ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের ৫ টি শ্রেনী কক্ষের সূচনা করা হয় ।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সমবায় আধিকারিক মোশারফ হোসেন, পঞ্চায়েত প্রধান প্রশান্ত বমন, পঞ্চায়েত সমিতির দলনেতা নজিবর রহমান, বিদ্যালয়ের প্রধানশিক্ষক দেবাশিষ দাস গুপ্ত, বিশিষ্ট সমাজ সেবি বদিউর রহমান সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা।
এদিন মোশারফ হোসেন বলেন, এলাকার জনপ্রিয় এই উচ্চবিদ্যালয়ে দিনদিন ছাত্রছাত্রী সংখ্যা বেরেই চলেছে। বিদ্যালয়ের দাবি ছিল ক্লাস রুমের তাই ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে ইটাহারের বিধায়ক অমল আচার্যের উদ্যেগে জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ৫২ লক্ষ টাকা ব্যায়ে সুসজ্জিত বড় মাপের ৫ টি ক্লাস রুমের কাজের সূচনা করলাম এবং আজ থেকেই কাজ চালু হবে।