মদনমোহন সামন্ত : শোকার্ত মানুষের প্রয়োজনের কথা ভেবে, শোকের ভার লাঘব করার চেষ্টাতে আজ শুক্রবার 22 শে ফেব্রুয়ারি বিকেলে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আরও একটি ইলেক্ট্রিক চুল্লির উদ্বোধন করলেন ।
এই চুল্লিটি গড়িয়া মহাশ্মশানে চালু হল আজ। গড়িয়া মহাশ্মশানে এই নিয়ে ইলেকট্রিক চুল্লির মোট সংখ্যা দাঁড়ালো চার।