নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের হেলাবটতলা মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মুর্তীতে মাল্যদান করা হয় ।
এছাড়াও এদিন বারাসাতের নেতাজীপল্লীতে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মুর্তীর উদ্বোধন করেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান রথীন ঘোষ, বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান অশনি মুখোপাধ্যায়, বারাসাত ১ নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ হাজী শেখ মনুয়ার আলী, পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চপলা সর্দার,বিশিষ্ট সমাজ সেবী সুশান্ত মন্ডল প্রমুখ।