সোমনাথ মুখোপাধ্যায়, বিশেষ প্রতিনিধি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ। হারিয়ে যাওয়া পায়ের তলার মাটি খুঁজে পেল রাহুলের কংগ্রেস। রাজস্থান,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেসের জয় জয়কার। বিজেপির ভোট ব্যাঙ্ক বিশাল ধ্বস। সকলের অলক্ষ্যে, শতাংশ হিসাবে বাম দল গুলির ভোট বেড়েছে অনেক টা। বামের দখলে এসেছে একাধিক আসন।
বিজেপির ভোট কমে যাওয়াতে হালে পানি পেল একাধিক রাজনৈতিক দল।
তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী, বলেছেন এ জয় মানুষের জয়। সিপিমের থেকে বিবৃতি দেওয়া হয়েছে ছত্তিশগড়,রাজস্থান ও মধ্যপ্রদেশ সহ আর দুই রাজ্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। কংগ্রেসকে কে সামনে রেখে তৃণমূল ও বামেরা একই সুরে কথা বলছে এখন।
একথা ঠিক, এই ২০১৯ এর সেমিফাইনাল ভোট ২৯ শতাংশ নতুন ভোটার ছিল। যারা দেখেছে, নব শিল্পহীন। জিএসটির চাপে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসাতে ক্ষতি। তেলের দাম আকাশ ছোঁয়া। ভোটার ফলাফল দেখে বলা যেতেই পারে নাব্য ভোটারদের ভোট পায়নি গেরুয়া শিবির।
বিজেপি বিরধী জোটে কি তৃনমূল ও বামেরা কি এক সাথে লড়াই করবে! ভারতীয় রাজনীতিতে অসম্ভব বলে কোন শব্দ নেই।