নিজস্ব সংবাদদাতা, নদীয়া। : নবম শ্রেণীর এক ছাত্রী কে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এক যুবকের জেল হেফাজতের নির্দেশ দিল নবদ্বীপের আদালত। পুলিশ জানায়, অভিযুক্তের নাম বিক্রম রায় (২২)। বাড়ি রানাঘাট মহকুমার দত্ত ফুলিয়া এলাকায়।
জানা যায়, ওই যুবক দত্তফুলিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত অক্টোবরের ১১ তারিখ সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের গভর্মেন্ট কলোনীর বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী এক কিশোরী নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ কিশোরীর দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় থানার পুলিশ। এই ঘটনায় কিশোরীর বাবা বিশ্বজিৎ বক্সী তার মেয়ের অস্বাভিক মৃত্যুর পেছনে রানাঘাটের দত্তফুলিয়ার বাসিন্দা এক যুবক কে কাঠগড়ায় দাঁড় করায়। মেয়ের মৃত্যুর প্রায় দিন পনের বাদে বিক্রম রায় নামে যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় আত্মহত্যার প্ররোচনা ও হুমকির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ।
অভিযুক্তের খোঁজে জেলা সহ জেলার বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালালেও অভিযুক্ত যুবকের এতদিন খোঁজ পায়নি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে পুলিশের খবর আসে অভিযুক্ত যুবক বাড়িতে ফিরেছে। সেই মত বুধবার রাতে নবদ্বীপ থানার তদন্তকারী
অফিসারের নেতৃত্বে পুলিশ বাহিনী দত্তফুলিয়ায় যুবকের বাড়িতে হানা দেয়। ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবক কে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠালে, আদালতের বিচারক অভিযুক্ত যুবক বিক্রম রায় কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।