গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব-বর্ধমান: গত বৃহস্পতিবার জম্মু- কাশ্মীরের পুলওয়ামায় জেলার অবন্তীপোরা এলাকায় নৃশংস জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ।
ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ। শনিবার নেহরু যুব কেন্দ্রের বর্ধমান রায়ান রোড কার্য্যালয়ের সামনে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় ।
উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের সকল ব্লকের রাষ্ট্রীয় যুব সয়ংসেবক আধিকারিক সহ অন্যান্যরা। পরে শহিদদের এই বলিদান বিফলে না যায় সেই জন্য যোগ্য জবাব দেবার জন্য যুব সম্প্রদায়কে এগিয়ে অসার জন্য আহবান করা হয়। উপস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্রের পূর্ব বর্ধমান জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।