গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমান: সারা রাজ্যের সঙ্গে শুক্রবার স্হানীয় নেহরু যুব কেন্দ্র-র উদ্যোগে ও বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার লায়ন্স ক্লাবে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী। এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের সম্মান প্রদান করা হয় নেহরু যুব কেন্দ্র এবং বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে।

পূর্ব বর্ধমান জেলার থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দিতা মজুমদার, চিকিৎসক পল্লবী মাঝি,বর্ধমান এক নম্বর পঞ্চায়েতের সদস্য ফাল্গুনী দাস রজক, ক্ষুদ্র ব্যবসায়ী আলেয়া আহমেদ, বাচিক শিল্পী কবিতা তা,যোগাসনে গৌতমী দাস এবং বর্ধমান সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হয় ।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়ান স্কুলের প্রধান শিক্ষক অরূন চ্যাটার্জি, নেহরু যুব কেন্দ্রর পক্ষে আলামিন হোসেন, রাজ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওমশংকর দুবে, বর্ধমান জেলার আইনজীবী অমিত সরকার, ক্রেতা সুরক্ষা ও কল্যাণ সংস্থার সম্পাদক আবেদিন সাহেব, সিনিয়র সাংবাদিক বৈদ্যনাথ কোনার,সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য, জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্মল গুই, সহযোদ্ধার সহ সভাপতি কৌশিক সিনহা,কোষাধক্ষ নির্মল বিশ্বাস সহ আরো অনেকে।

এদিনে মহিলা দিবস সম্পর্কে বলতে গিয়ে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মহিলা দিবস একটি বিশেষ দিন, মহিলারা আজকে কোন অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নেই এমন একটা দিন আসবে যেদিন মানুষ সচেতন হবে এবং মহিলাদের মর্যাদা রাখতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here