গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: নারী দিবসে নিজের জন্য নয়,নারী হয়ে নারীর পাশে থাকলাম এই ভাবনা কাটোয়ার আনিঃস্ব নামক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের।

নারীদিবস পালন করল আনিঃস্ব নামক স্বেচ্ছাসেবী সংগঠন কাটোয়ার রবীন্দ্র পরিষদে শুক্রবার। আদিবাসী এলাকার মেয়েদের মাসিক ঋতুচক্র সম্বন্ধে সচেতন করার মধ্য দিয়ে নারী দিবস পালন করা হয়। ১০০ জন আদিবাসী মহিলাকে প্রত্যেককে দুই করে প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, একটি চার্জার লাইট,একটি করে মেহগিনি গাছের চারা তুলে দেওয়া হয়।

মেয়ে হয়ে স্বাবলনী হও। এই লক্ষ্যে বিভিন্ন পেশায় যুক্ত ১০ জন মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়। কাটোয়ার ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে স্মারক সম্মান ও মানপত্র দেওয়া হয়। সংগঠনের সভানেত্রী বনশ্রী বিশ্বাস, সম্পাদিকা সোমা মোদক সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here