নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট সিবিআই- র প্রাক্তন অন্তবর্তীকালীন প্রধান এম নাগেশ্বর রাওকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। শাস্তি হিসেবে আজ আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘরের এক কোণে গিয়ে বসে থাকার শাস্তিও পেলেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই আদেশ দিয়েছেন ।
এম নাগেশ্বর রাওয়ের পাশাপাশি সিবিআইয়ের অতিরিক্ত আইনি পরামর্শদাতা ভাসুরণ এস-কেও আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। দু’জনের উদ্দেশ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “যান, আপনারা দু’জনেই আদালতের এক কোণে গিয়ে বসে থাকুন। এবং আদালত শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না।”