নিজস্ব প্রতিনিধি :এবার নাশকতা চালানোর আগেই অভিযান চালিয়ে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে ৬ নাগা জঙ্গিকে। অসম, মণিপুরে হামলা ও নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছিল ওই জঙ্গিরা৷ নাগা জঙ্গিদের একটি ক্যাম্পও দখল করে গুড়িয়ে দিল মায়ানমারের সেনা৷
মায়ানমারের টাকার গ্রামে অভিযান চালিতে ওই নাগা জঙ্গিকে গ্রেফতার করেছে সেনা। অসমে জোর কদমে জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। গা ঢাকা দিতে সীমান্ত পেরিয়ে সীমান্ত সংলগ্ন মায়ানমারে আশ্রয় নেয় ওই জঙ্গিরা।
মায়ানমার সেনার কম্যান্ডর ইন চিফ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে দফায় দফায় অভিযান চালায় সেনা৷ অসম ও মণিপুরে সন্ত্রাস চালানোর পরিকল্পনা চলছিল ওই ক্যাম্পে৷