নিজস্ব সংবাদদাতা,নদিয়া : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলাসহ দুজনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।মৃতদের নাম সজল আচার্য( ২৬) ও রমা অধিকারী(২১)।
পুলিশ সূত্রে জানা যায়, নদীয়ার তাহেরপুর থানা এলাকার বাসিন্দা সজল আচার্য ও কালীনারায়নপুরের বাসিন্দা রমা অধিকারী শুক্রবার রাতে একটি মারুতি করে শান্তিপুর থেকে রানাঘাটের দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা সজলকে মৃত বলে ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রমা অধিকারীর।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিতে উদ্ধার করে মৃত রমা ও সজলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।