নিজস্ব সংবাদদাতা, নদিয়া :রান্না ঘরের ফলস সিলিং এর ভেতর থেকে উদ্ধার হলো পাঁচটি পেঁচা। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর মতিগঞ্জ মোড় এলাকার বাসিন্দা সমিত মন্ডল বেশ কিছুদিন যাবৎ রান্না ঘরের ছাদের ফলস সিলিং এর ভেতর থেকে বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। রবিবার মিস্ত্রি ডেকে ঘরের ফলস সিলিং টি খোলার পর হতবাক হয়ে যান সমিত বাবু সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
দেখা যায় সেখানে আশ্রয় নিয়েছে তরতাজা পাঁচটি পেঁচা। পরে বনদপ্তর কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা।পরে শান্তিপুর সায়েন্স ক্লাবের সহযোগিতায় বাহাদুরপুর বনদপ্তরের বিট অফিসারদের হাতে তুলে দেয়া হয় পেঁচা গুলিকে।