নিজস্ব সংবাদদাতা, নদিয়া। :নদীয়ার তেহট্ট এক নম্বর ব্লকের অন্তর্গত নাজিরপুর স্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো দশ শয্যাবিশিষ্ট অন্তর্বিভাগ।
প্রসঙ্গত স্বাস্থ্য কেন্দ্রটিতে এতদিন শুধু মাত্র বহির্বিভাগ থাকার কারণে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতো চিকিৎসা করতে আসা হাজার হাজার স্থানীয় রোগীর পরিবারের সদস্যদের।
শনিবার তেহট্টো এক নম্বর ব্লকের কানাইনগর সহ ছিটকা, নারায়নপুর, নন্দনপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বিস্তর এলাকার অগ্রগতি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই অন্তর্বিভাগের আনুষ্ঠানিক সূচনা বলে জানান জেলার স্বাস্থ্য আধিকারিক তাপস রায়।
তিনি আরো বলেন যে, এই স্বাস্থ্য কেন্দ্রে এতদিন অন্তর্বিভাগের কোনরুপ সুবিধা না থাকার কারণে পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা চিকিৎসা করাতে স্বাস্থ্য কেন্দ্রে এসে সেই অর্থে কোনো রকম পরিষেবা পেতেন না। ভবিষ্যতে এই স্বাস্থ্যকেন্দ্র কে আরো উন্নত মানের পরিষেবা দেবার কথা ভাবছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা।