নিজস্ব সংবাদদাতা, নদিয়া: সাংসারিক কলহের জেরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।মৃতার নাম সন্ধ্যা মন্ডল(৩৪)।ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীতে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কল্যাণী থানার অন্তর্গত সাত নম্বর এ সেভেন এলাকার বাসিন্দা বাসুদেব মন্ডলের সাথে সংসারিক কারণে বাদানুবাদের সৃষ্টি হয় তার স্ত্রী সন্ধ্যা দেবীর।
অভিযোগ, সেই সময় রাগের বশে একটি হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন বাসুদেব বাবু।
ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা আক্রান্ত সন্ধ্যা দেবীকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাসুদেব বাবু দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায় পরিবার সূত্রে।
খবর পেয়ে অভিযুক্ত বাসুদেব মন্ডল কে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।