নিজস্ব সংবাদদাতা, নদিয়া :বাড়ির পাশ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।মৃতের নাম নিমাই বিশ্বাস(৫০)।
ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার অন্তর্গত নপাড়া কালি বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলার দিকে মৃত নিমাই বাবুর বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানে ওই বৃদ্ধকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি একটি আত্মহত্যার ঘটনা বলে তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে বিষয়টির তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।