নিজস্ব সংবাদদাতা, নদিয়া.:গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার বুট থানার পুলিশ ২৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ সহ এক ষাটোর্ধ্ব মহিলাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নদিয়ার থানার পাড়া থানার অন্তর্গত টোপলা নতুন পাড়া এলাকার বাসিন্দা বাচেনা বিবিকে(৬৫) ফেনসিডিল নিষিদ্ধ সিরাপের বোতল গুলি অমিত হাতেনাতে গ্রেপ্তার করে করিমপুর থানার পুলিশ।
সিরাপের বোতল গুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য নিয়ে মজুদ করা হয়েছিল বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের।