নিজস্ব সংবাদদাতা, নদিয়া :এক যুবককে গুলি করে খুনের অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে কৃষ্ণনগর ঘুর্ণী এলাকার বাসিন্দা পেশায় অর্থলগ্নি সংস্থার কর্মী সৈকত ঘোষ কে কোতোয়ালি থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর গুলি করে চম্পট দেয় এক দুষ্কৃতী।
এরপর স্থানীয়রা আক্রান্ত সৈকতকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
এই হত্যার ঘটনার তদন্তে নেমে পুলিশ শান্তিপুর থানার আগমেশ্বরী এলাকার বাসিন্দা শোভন নন্দী নামে এক যুবককে গ্রেপ্তার করে।
রবিবার ধৃতকে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।