নিজস্ব সংবাদদাতা, নদিয়া :লাইট ,রোল ক্যামেরা ,একশন।মনিটরে চোখ পরিচালকের,আর ক্যামেরার সামনে পেশাদার অভিনেতার মতন অভিনয় করে একের পর এক ওকে টেক দিয়ে চলেছে গ্রামের খুদে তিন অভিনেতা।
কোনো গল্প কথা নয়,গত কয়েকদিন যাবৎ নদীয়ার বহিরগাছি গ্রাম পঞ্চায়েত এর মাঠ নারায়ণপুর গ্রামে চলছে সিনেমার শুটিং।যার প্রযোজক ও অভিনেতা গ্রামের মানুষেরা।
পরিচালক উজ্জ্বল বসুর পরিচালনায় তৈরি হওয়া এই ক্রাউড ফান্ডিং সিনেমার নাম দুধ পিঠের গাছ।গ্রামের মানুষের অর্থ সাহায্যে তৈরী এই সিনেমার প্রধান তিনটি শিশু চরিত্রই ওই গ্রামের বাসিন্দা।কলকাতার পেশাদার অভিনেতাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করছে ওই তিন খুদে।
পরিচালকের দাবি এই ক্রাউড ফান্ডিং সিনেমা তৈরির লক্ষ গ্রামের মানুষকে আবার হল মুখী করা।এই সিনেমাকে কেন্দ্র করে এখন গ্রামের মানুষ দের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতন।