নিজস্ব প্রতিবেদক, নদীয়া:- সকাল ১০.০০ টা নাগাদ কিছু টাকার দরকার এই কারণে শান্তিপুর সূত্রগরের এস বি আই শাখার এ টি এম- এ গিয়েছিলেন শান্তিপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা বাবলু শেখ।
সামান্য কিছু টাকা তুলতে গিয়ে তিনি দেখেন যে, সেইদিনই কিছুক্ষন আগে তাঁর ওই আকাউন্ট থেকে ঝাড়খণ্ডের মাহেশমারা অন্চলের এক এ টি এম থেকে প্রায় ৯০০০ টাকা কেও তুলে নিয়েছেন।
বাবলু শেখ তৎক্ষণাৎ বিষয়টি সূত্রগরের এস বি আই শাখা কর্তৃপক্ষকে জানান। বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে।
এখন দেখা যাক বাবলু শেখ তাঁর খোয়া যাওয়া টাকা ফেরৎ পান কিনা। আবার একবার ব্যাঙ্কের গ্রাহকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।