নিজস্ব সংবাদদাতা, নদিয়া : ঘরের মধ্যে থেকে এক মহিলা ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়া চাকদহে। মৃত মহিলার নাম শর্মিষ্ঠা দাস(৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলার দিকে চাকদহের শিমুরালি সুতার গাছে এলাকার বাসিন্দা শর্মিষ্ঠা দেবীকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে পুলিশে খবর দিলে চাকদাহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠায়।
কি কারণে এই মৃত্যু তা তদন্ত করে দেখছে চাকদাহ থানার পুলিশ।