এই মূহুর্তে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত এক মহিলাসহ সাত ব্যক্তি By News Editor - January 17, 2019 0 45 নিজস্ব সংবাদদাতা নদিয়া : রেলের ওভার হেডে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত এক মহিলা সহ সাত। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।ঘটনায় গুরুতর আহত সাত জনকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তী করা হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা সেই বিষয়ে মুখে কুলুপ রেল কতৃপক্ষের।