নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ শে জানুয়ারি কৃষ্ণনগর এ অমিত শাহ র সভার প্রস্তুতি প্রসঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার জন্য আজ জেলায় এসেছেন রাহুল বাবু।
তিনি আরো বলেন নদিয়ার ২ টি আসনেই বিজেপি জিতবে। আগামী ৮ই ফেব্রুয়ারি ব্রিগেড এ জনসভা করবেন নরেন্দ্র মোদি বলে জানান রাহুল সিংহ।
পাশাপাশি নদীয়ায় সাংগঠনিক দায়িত্ব অনুব্রত মন্ডলকে দেওয়াকে কটাক্ষ করে রাহুল সিনহার দাবি,হিংসা ছড়িয়ে কোনো লাভ হবে না,নদিয়ার দুটি লোকসভা আসনেই জয়লাভ করবে বিজেপি।