নিজস্ব প্রতিনিধি : পুলিশী জুলুমবাজীর বিরুদ্ধে ও অবিলম্বে সরকারি পদ্ধতিতে কর নিয়ে গাড়ি চালাতে দেওয়ার দাবিতে রানাঘাট দত্তপুলিয়া রাজ্য সড়ক অবরোধ ট্রাকটার মালিক ও কর্মচারী সংগঠনের।
সোমবার সকাল সাড়ে আটটা থেকে এই পথ অবরোধ চলছে নদীয়ার ধানতলা থানার পানিখালীতে।সপ্তাহের প্রথম দিনে সকাল বেলায় এই রাস্তা অবরোধের জেরে হয়রানির শিকার সাধারণ মানুষ।
অবরোধ কারীদের অভিযোগ,বিগত দিনে রাজ্য সরকারকে রোয়ালটি দিয়ে মাটি কাটা সহ চাষের বিভিন্ন কাজ করত ট্রাকটার মালিক ও জেসিবি মালিকরা।কিন্তু সম্প্রতি সরকার সেই রোয়ালটি নিচ্ছেনা।উল্টে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পুলিশ এর তলাবাজির সম্মুখীন হতে হচ্ছে তাদের।
অভিযোগ,চাহিদা মতন টাকা না দিলে গাড়ী আটকে বিভিন্ন রকম মামলায় ফাঁসিয়ে দেওয়াও হচ্ছে।অবরোধ কারীদের দাবি অবিলম্বে রোয়ালটি নেওয়া চালু হোক,বন্ধ হোক পুলিশি জুলুমবাজী।অন্যথায় আন্দোলন চলবে।