নিজস্ব সংবাদদাতা নদিয়া :আবার ফোনে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সঞ্চয়ের নব্বই হাজার টাকা খোয়ালেন এক মৃৎশিল্পী।ঘটনাটি ঘটেছে নদীয়ার বেথুয়াডহরিতে।
সূত্রের খবর,নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি গোট পাড়া এলাকার বাসিন্দা পেশায় মৃৎশিল্পী মদনমোহন পাল।অভিযোগ,গত ৮ই জানুয়ারী মদনমোহন বাবুর মোবাইলে একটি সংস্থার নামে ফোন আসে।অভিযোগ,যেখানে বলা হয় যে,আপনার সিম টি চালু রাখতে চাইলে আপনার ফোনে ৪ সংখ্যার একটি মেসেজ পাঠানো হয়েছে সেটি বলুন।
অভিযোগ,বৃদ্ধ মদনমোহন বাবু বিষয়টি বুঝতে না পেরে ওই ৪ সংখ্যার ওটিপি টি বলে দেন।অভিযোগ,এর পর থেকেই বিভিন্ন সংস্থার নামে তার একাউন্ট থেকে মোট ৯০ হাজার টাকা তুলে নেয় প্রতারক।জীবনের সঞ্চয়ের টাকা এই ভাবে খোয়া যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন ওই ব্যক্তি।ঘটনায় নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন মদনমোহন বাবু।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।