নিজস্ব সংবাদদাতা, নদিয়া : নবদ্বীপ বিজেপি যুবমোর্চার(উত্তর) উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মতিথি উদযাপন করা হলো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে।
আজ এই অনুষ্ঠান উপলক্ষে উল্খেযোগ্য বিষয়টি ছিল মরণোত্তর দেহদান অঙ্গীকার কর্মসূচি ।
এই অনুষ্ঠানে ১৮ জন মহিলা সহ ৬৪ জন দেহদানের অঙ্গীকার করেন ।
এবং স্বামীজীর জীবন দশায় সমাজের প্রতি তাঁর আত্মত্যাগের হৃদয়স্পর্শী ঘটনাবলীর উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়।