নিজস্ব সংবাদদাতা, নদিয়া শীতের ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম,দাঁড়িয়ে থাকা লড়িতে ৪০৭ এর ধাক্কায় মৃত্যু হল দুই জনের।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নদীয়ার নাকাশিপাড়ায়।মৃত দুই ব্যক্তির নাম ভজন সাহা ও জাকির আলী।
সূত্রের খবর,শনিবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকাশিপাড়ার ফ্লাইওভারের কাছে একটি লড়ি দাঁড়িয়ে ছিল।অভিযোগ,সেই সময় বহরমপুর গামী একটি ৪০৭ গাড়ী এসে লরিটির পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।ঘটনায় ৪০৭ গাড়িতে থাকা ভজন সাহা ও জাকির আলী গুরুতর আহত হন।
রক্তাক্ত দুই জনকে স্থানীয় মানুষের চেষ্টায় পুলিশ উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান,ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িই উদ্ধার করে নিয়ে গেছে।মৃত দুই জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।