নিজস্ব সংবাদদাতা নদিয়া :নিজেকে আই এফ এলের কর্মী পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে মানুষকে গোল্ড লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ও সুলভ মূল্যে আই এফ এলের চকলেট ও সাবান বিক্রি করার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা প্রতারণা করার দায়ে আজ এক ব্যক্তিকে গ্রেফতার করল নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব ঘোষ।

পুলিশ সূত্রে জানা যায়, হুগলি জেলার চিনসুরা কালিতলার বাসিন্দা ধৃত সঞ্জীব ঘোষ দীর্ঘদিন যাবৎ কৃষ্ণনগর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে নিজেকে আই এফ এলের কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে অল্প সময়ের মধ্যে গোল্ড লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ও আই এফ এলের চকলেট ও সাবানের ব্যবসা করার কথা বলে নেটওয়ার্ক বিজনেসের নাম করে বহু বেকার যুবক যুবতীদের কাছ থেকে ৪০০০ ও ৬০০০ হাজার টাকা আত্মসাৎ করছিলেন।

কৃষ্ণনগরের বাসিন্দা মধুবন ব্যানার্জীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত সঞ্জীব ঘোষ কে অর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার করে।

সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here