নিজস্ব সংবাদদাতা, নদিয়া :বৃহস্পতিবার ভোররাতে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন চালক সহ দুইজন। ঘটনাটি ঘটেছে নদীয়ার করিমপুর লক্ষ্মীগাছা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে চারিদিক কুয়াশাচ্ছন্ন থাকার কারণে করিমপুর থেকে কৃষ্ণনগর গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরি কে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহত দু’জনকে স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা। হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।