নিজস্ব সংবাদদাতা নদিয়া : বামফ্রেন্টর শ্রমিক সংগঠন গুলির দু’দিনব্যাপী ডাকা ভারত বন্ধের প্রথম দিন নদীয়া জেলাতে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। বন্ধের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি শিল্পতালুক কল্যাণীতে।
এদিন সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান করতে দেখা যায় অন্যান্য দিনের মতো। অফিস-আদালত স্কুল থেকে শুরু করে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক।তবে মাজদিয়া একটি স্কুলে বন্ধ সমর্থনকারীরা গেটে তালা লাগিয়ে দিলে পরে প্রশাসনের তৎপরতায় শিক্ষক শিক্ষিকারা স্কুলে প্রবেশ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
এছাড়া কৃষ্ণনগর নবদ্বীপ সহ বিভিন্ন জায়গায় সেই অর্থে বন্ধের কোন প্রভাব চোখে পড়েনি।
বন্ধের দ্বিতীয় এই মুহূর্তে পাওয়া খবরে দিন সকালে নদীয়ার শিমুরালি তে ট্রেন অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। যার কারণে অফিস জাতির থেকে শুরু করে নিত্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
এদিকে কৃষ্ণনগর নবদ্বীপ ধুবুলিয়া সহ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বন্ধের কোনো প্রভাব পড়তে দেখা যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই জানা যায়।