নিজস্ব সংবাদদাতা, নদিয়া :মোবাইল ফোন চুরি করার অভিযোগে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ।
ধৃত যুবকের নাম কুন্দন বাসফোর।
ঘটনাটি ঘটে শনিবার রাতে নদীয়া রানাঘাট স্টেশন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রানাঘাট জিআরপি থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।বহুদিন ধরে চলন্ত্র ট্রেনে মোবাইল চুরি করার অভিযোগ ছিল ধৃত ওই যুবকের বিরুদ্ধে। তার কাছ থেকে তিনটি মোবাইল উদ্ধার করে পুলিশ।
সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে রানাঘাট জিআরপি থানার পুলিশ।