নিজস্ব সংবাদদাতা, নদিয়া : বাগানের ভেতর থেকে এক সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার বেথুয়া ডহরি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেথুয়া ডহরি এলাকায় রাজাপুর পেট্রোল পাম্পের সংলগ্ন একটি বাগানে থলির ভেতরে কিছু একটা নড়াচড়া করতে দেখে সন্দেহ হয় স্থানীয় পথচলতি বাসিন্দাদের।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে থলির ভেতর থেকে একটি সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে।
কিভাবে শিশুটি ওই জঙ্গলে পৌছালো তা তদন্ত করে দেখছে পুলিশ।