নিজস্ব সংবাদদাতা নদিয়া : রাতের অন্ধকারে এটিএম লুঠের চেষ্টা দুষ্কৃতীদের।ঘটনাটি ঘটেছে নদীয়ার গয়েশপুর পুরসভার গোল বাজারে।
রবিবার সকালে টাকা তুলতে গিয়ে স্থানীয় মানুষজন দেখেন এটিএম মেশিন ভাঙা।এর পরই কল্যাণী থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন।
তবে কত টাকা ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।।ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।