নিজস্ব সংবাদদাতা, নদিয়া : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য সহ একাধিক বিজেপির কর্মী সমর্থক।
এই দিন নদীয়ার শান্তিপুরের ফুলিয়া পাড়ায় এক তৃনমূলের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের বিজেপি মনোনীত সদস্য সাথী বিশ্বাস ও একাধিক বিজেপি কর্মী সমর্থক।
এই যোগদানের বিষয়ে মূলত তৃণমূল সরকারের সার্বিক উন্নয়নের একজন সৈনিক হিসেবে নিজেকে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন বলে এই দিন জানান সাথী দেবী।
শান্তিপুর ব্লক বিজেপির সভাপতি নির্মল বিশ্বাস বলেন, যেকোনো কারণেই হোক দীর্ঘদিন ধরে দলের সাথে কোন রকম যোগাযোগ রাখতেন না সাথী বিশ্বাস।অতএব তাঁর দলত্যাগে আগামী দিনে বিজেপির কোন ক্ষতি হবে না বলে জানান তিনি।
বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল মনোনীত প্রধান তপতী বসাক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা বাংলায় যে উন্নয়নের জোয়ার চলছে তা দেখেই সাথী দেবী তৃণমূলে যোগদান করতে ইচ্ছা প্রকাশ করেন। এবং দলে তাকে আমরা সর্বত্র ভাবে স্বাগত জানাই।