নিজস্ব প্রতিনিধি, নদীয়া:- শান্তিপুরে পরিচিত একজন ইংরাজীর মাষ্টার হিসাবে এছাড়াও নাট্যকর্মী এবং সমাজ সংস্কারক হিসেবেও পরিচিতি কম নয় ।
বিভিন্ন বিষয়ে অন্যায় দেখলে প্রতিবাদ করতেও পিছপা হন না । গতকাল বন্ধুবান্ধবের সাথে চড়ুইভাতিতে অংশগ্রহন ক’রে রান্নার জন্য আনা কাঁচা খাসির মাংস বেশ কয়েক টুকরো চিবিয়ে চিবিয়ে খেয়ে অভিনব ভঙ্গিমায় খাদ্যে ভেজালের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের ইংরাজীর পার্টটাইম শিক্ষক সমর ভট্ট্যাচার্য্য ।
এবিষয়ে তাঁর কাছে বিশদে জানতে চাইলে তিনি জানান – আজকের দিনে মানুষের প্রায় সব খাদ্যেই কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী বেশী মুনাফা লাভের উদ্দ্যেশ্যে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করছে ।
মাংসে বিভিন্ন রাসয়নিক মেশানো হচ্ছে । কাঁচা খাসির মাংস খেয়ে তিনি সেইসকল অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ জানাচ্ছেন যেন তাঁরা এইসকল অসৎ ব্যবসা অবিলম্বে বন্ধ ক’রে মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহয্য করেন । মাষ্টারমশায়ের এই অভিনব প্রতিবাদের ভঙ্গিমা অনেককেই রীতিমতো অবাক ক’রেছে ।