নিজস্ব সংবাদদাতা, নদিয়া :নিষিদ্ধ সিরাপ সহ 1 ব্যক্তিকে আটক করল নদীয়া শান্তিপুর থানার পুলিশ ধৃতের নাম কওসার শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, এক ব্যক্তিকে শান্তিপুর চাকুন্দি মোড়ের কাছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। পরে জেরা করে তল্লাশি শুরু করলে ২৪ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয় ধৃতের কাছ থেকে।
ধৃত কওসার সেখ শান্তিপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।