নিজস্ব সংবাদদাতা নদিয়া : বাড়ি ফাঁকা সুযোগ নিয়ে রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহস্থের সর্বস্ব চুরি করে চম্পট দিল চোরেরা। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার অন্তর্গত রাম চন্দ্র লেন এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্র লেনের বাসিন্দা স্বপ্না ব্যানার্জি ও তার পরিবারের সদস্যরা গত দুদিন আগে বাড়ি তালা বন্ধ করে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিলেন।
শুক্রবার সকালে বাড়ি ফিরে বাড়ির সমস্ত দরজার তালা ও ঘরের ভেতরে আলমারির তালা ভাঙা অবস্থায় দেখে কার্যত হতভম্ব হয়ে পয়েন্ট ব্যানার্জি পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যা স্বপ্না ব্যানার্জীর অভিযোগ, আনুমানিক দশ ভরি সোনার গহনা সহ বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।
পরে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যানার্জি পরিবারের সদস্যরা। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে রাহাত থানার পুলিশ।