নিজস্ব সংবাদদাতা নদিয়া : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের থানা পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, থানা পাড়া এলাকার বাসিন্দা নেপালি সাহা পোদ্দার এর বাড়িতে বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুর্ঘটনাটি ঘটে।
সেই সময় বাড়িতে দুটি কুকুরের বাচ্চা ছাড়া আর কোন ব্যক্তি ছিলেন না বলে জানা যায় পরিবার সূত্রে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটির টালির চাল টুকরো টুকরো হয়ে এলাকায় ছড়িয়ে পড়ে। এবং ভাঙ্গা টালির আঘাতে গুরুতর আহত হন বিশ্বনাথ বিশ্বাস নামে একজন প্রতিবেশী।পরে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বিস্ফোরণের সময় বাড়িতে কোন মানুষ না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই পরিবারের সদস্যরা।
তবে আগুনে পুড়ে মারা গিয়েছে কুকুরের বাচ্চা দুটি। সিলিন্ডার বিস্ফোরণের সময় বিকট আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই খবর দেন দমকল ও পুলিশকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগে আগুনের লেলিহান সম্পূর্ণ বশীভূত করে দেয় পুরো বাড়িটিকে।