নিজস্ব সংবাদদাতা, নদিয়া।:কলা বাগানের ভেতর থেকে এক শিশু কন্যার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত বাগাখালি দাস পাড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দাসপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মাঠে কাজে যাওয়ার সময় একটি কলা বাগানের ভিতর এক সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন স্থানীয় তেহট্ট থানায়।
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
জন্মের পর কেউ ওই শিশু কন্যাটিকে কলা বাগানে ফেলে রেখে গিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।