নিজস্ব সংবাদদাতা, নদিয়া :বাড়ির ভেতর থেকে এক বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার হবে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার শান্তিপুরে।মৃতার নাম অঞ্জলি মুখোপাধ্যায়(৭২)।
পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর পুরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের সর্বনন্দীপাড়ার বাসিন্দা অঞ্জলী দেবী একাই বসবাস করতেন বাড়িতে।
বুধবার স্থানীয় বাসিন্দারা অঞ্জলি দেবীকে সারাদিন না দেখতে পেয়ে এবং এই দিন বিকেলে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হলে খবর দেয় স্থানীয় থানায়।
পরে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে অঞ্জলি দেবীর মৃতদেহ উদ্ধার করে। অসুস্থতার কারণে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের।