নিজস্ব প্রতিনিধি: পরিবেশ দূষণের সাথে দক্ষিণ দিনাজপুর জেলার নদীগুলি মৃত প্রায় হতে বসেছে। বর্ত্মানে নদীর পারে মনের সুখে চাষ আবাদ করছে এলাকাবাসী ।। বাংলাদেশ থেকে বেরিয়ে কুমারগঞ্জ ব্লকের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে ইচ্ছামতী নদীটি। এখানে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে মিশেছে আত্রেয়ীর সঙ্গে।

কুমারগঞ্জের জাখিরপুর থেকে পতিরাম পর্যন্ত এই নদীরগতি পথ ১৮ কিলোমিটার। এই গতিপথে বেশীরভাগ জায়গাতেই নাব্যতা হারিয়ে ফেলে নালার আকার নিয়েছে এই নদীটি।

তবে সবচেয়ে দুরবস্থা জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারহাট এলাকায়। সেখানে সম্পূর্নভাবে অস্বিত্ব হারিয়েছে ইচ্ছামতী।

নদীবক্ষ শুকিয়ে একটি মাঠে পরিণত  হয়েছে বেশ কিছু বছর আগে। সেখানেই স্থানীয় কেউ কেউ চারাবীজ ও সরিষা চাষ করছেন। এলাকার কৃষির পাশাপাশি নদী নির্ভর জীবিকা বাঁচাতে নদী সংস্কারের দাবী।

ইতিমধ্যে ওই এলাকার মানুষদের পাশে নিয়ে নদী সভা শুরু করেছে পরিবেশপ্রেমী সংস্থা আঙিনা বার্ডস এন্ড এনভাইওরমেন্ট প্রোটেকশন  সমিতি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here