নিজস্ব প্রতিনিধি: খুনের মামলায় আসানসোল আদালতে আত্মসমর্পণ করল কৃষ্ণেন্দু মুখার্জি।এদিন আদালতে জামিনের আবেদন করে অভিযুক্ত।
বিচারক জামিনের আবেদন খারিজ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, অভিযুক্ত কৃষ্ণেন্দু মুখার্জির বিরুদ্ধে খুনের মামলা রয়েছে।
সেই মামলার পরিপেক্ষিতে শুক্রবার আদালতে আত্মসমর্পণ করে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। সুত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশেই কৃষ্ণেন্দু মুখার্জি এদিন আদালতে আত্মসমর্পণ করেন।