নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার সল্টলেকের মেয়র তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সব্যসাচী দত্তের বাড়িতে এসে দু’ঘন্টা ধরে খাশগল্প করে যান বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়।
সব্যসাচী এটা নিছকই সৌজন্যমুলক সাক্ষাৎকার বললেও ব্যাপারটা এতো হাল্কা ভাবে নিচ্ছেন না দলের কেউই।
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ। তিনি মেয়র ফিরহাদ হাকিমের ওপর দায়িত্ব দিয়েছেন সল্টলেকের সমস্ত কাউন্সিলদের নিয়ে আপৎকালীন বৈঠক করে সব্যসাচী দত্তের এহেন আচরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।